"বেলা ফুরাবার আগে" book review(Both Bangla and English) - আরিফ আজাদ (লেখক)- Bela Furabar age

 

Bela Furabar age

What would you do if it happened to you that you thought of completing a task with a very strong promise, but a storm came and broke that promise? Will you get up, or will you forget everything and return to your previous place because of that rush? If you have a promise to change yourself, but do not understand how to move forward, or may not be able to move forward due to some obstacles, then this book is for you. The book I am discussing with you today is titled "Before the End of the Day", written by Arif Azad and published at the 2020 Ekushey Book Fair. Arif Azad Sir has another top-rated book "Paradoxical Sajid", which I will review and write very soon and which can be called a draft of this book. 
The thing that has become very popular among our youth now is to walk the path of "religion". So this book is for everyone because everyone wants to change themselves a little bit, move a little better, do better. But, it must be said that man is only wrong, but he who is wrong is the one whom Allah is forgiving, we must first ask him for forgiveness, then it is possible to correct ourselves. In the same way, Arif Azad has given some advice in this book. 


Point 1- Problems reveal solutions
We are faced with various obstacles almost all the time. Similarly, Arif Azad has written about facing the danger of On. But he did not end with the dangers, he said. Now you may be wondering how many dangers we are facing, has he pointed out the way out of all dangers? How is this possible? It is worth mentioning here that Arif Azad has written this book for the youth and the path he has chosen in this book is definitely right in my opinion. His writing may be wrong, but there is nothing wrong with the ones he has chosen as the source of his writings. So, it can be said that in order to change yourself, you have to follow either his writing or the source of his writing. He also gave a description of how an admonition can heal a person who has been deviating for a while. He has beautifully described how our problems can guide us, how to avoid even one mistake.

Point 2 - The greatest as a 'source'
Muslim brothers and sisters who are reading this article all know that the Qur'an has been revealed to us as a perfect book, from Allah. Those who are reading this and do not know about this information are requested to know. If you have read "Paradoxical Sajid", then this short description is sure to be clear to you. Now if I say that Arif Azad has solved all kinds of problems from our Al-Quran, then there is no more talk. So if you want a source that changes your life in the light of the Qur'an-Sunnah, there is no mistake, then there is a request to read the book.
I hope you will be curious to read the book because the problems that have arisen in the book are deeply connected with your life. So who doesn't want to know the answer to the problem? So, there was a request to read the book before the day was over.




যদি আপনার সাথে এমন টি হয় যে, আপনি খুব দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে একটি কাজ সম্পন্ন করার কথা ভেবেছেন, কিন্তু একটি ঝড় এসে আপনার সেই প্রতিজ্ঞা কে তছনছ করে দিলো, তখন আপনি কি করবেন? উঠে দাড়াবেন, নাকি ওই ঝাপ্টার কারণে সব টি ভুলে গিয়ে আপনার আগের জায়গায় চলে আসবেন? যদি নিজেকে পরিবর্তন করার একটা প্রতিজ্ঞা আপনি নিয়েই থাকেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন, অথবা হয়তো কোনো বাধা-বিপত্তির কারণে এগোতে পারছেন না, তাহলে এই বইটি আপনার জন্য।
আমি আজকে আপনাদের কাছে যে বইটির আলোচনা তুলে ধরেছি, সেটির নাম "বেলা ফুরাবার আগে", আরিফ আজাদের লিখা, যেটি প্রকাশিত হয়েছে ২০২০ সালের একুশে গ্রন্থমেলায়।
আরিফ আজাদ স্যার এর আরেকটি খুব জনপ্রিয় বই আছে "প্যারাডক্সিকাল সাজিদ", যেটির রিভিউ ও খুব তাড়াতাড়ি লিখব এবং যেটির খসড়া বলা যেতে পারে এই বইটিকে।
আমাদের তরুণদের মধ্যে এখন যে জিনিসটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হচ্ছে "দ্বীন" এর পথে চলা। তো এই বইটি সবার জন্যই, কারণ সবাই চায় নিজেকে একটু পরিবর্তন করতে, একটু ভালো পথে চলতে, ভালো কাজ করতে। কিন্তু, এটা অবশ্যই বলা উচিত মানুষ মাত্রই ভুল, কিন্তু সে ভুল কে আমাদের আল্লাহ'তালা যে ক্ষমা করে দিচ্ছেন, সে ক্ষমা আমাদের আগে তার কাছে চেয়ে নিতে হবে, তাহলেই নিজেদের শুধরানো সম্ভব। তেমনি কিছু উপায়, কিছু উপদেশ আরিফ আজাদ তুলে ধরেছেন এই বইটি তে। 
পয়েন্ট ১- Problems reveal solutions
আমরা নানান বাধা-বিপত্তি তে পরি প্রায় সব সময়। তেমনি অনের বিপদে সম্মুখিনের কথা লিখেছেন আরিফ আজাদ। কিন্তু তিনি শুধু বিপদের কথা তুলে ধরেই শেষ করে দেন নি, তিনি সেগুলো থেকে উত্তরায়নের কথাও বলেছেন। এখন হয়তো ভাবছেন কত বিপদেই তো আমরা পরি, সব বিপদ থেকে উঠে আসার পথ তিনি বাতলে দিয়েছেন কি? এরকম কিভাবে সম্ভব? একটি কথা এখানে বলে রাখা ভালো যে, আরিফ আজাদ এই বইটি তরুণদেরকে উদ্দেশ্য করেই লিখেছেন এবং তিনি এই বইটিতে যেসব পথ বেছে নিয়েছেন, তা নিঃসন্দেহে সঠিক আমার মতে। তার লেখাই ভুল থাকতেই পারে, কিন্তু তিনি লিখাগুলোর সোর্স হিসেবে যেগুলোকে বেছে নিয়েছেন, তা তে কোনো ভুল নেই। সুতরাং, বলা যেতে পারে যে, আপনারা নিজেদেরকে পাল্টানোর জন্য তার লেখা কিংবা তার লেখার সোর্স যেকোনো একটা কে ফলো করলেই চলবে। কিভাবে একটি উপদেশ, একটি নসিহা আমাদেরকে কিছুক্ষণের জন্য বিচ্যুত হওয়া মন কে শুধরে দিতে পারে সেই বর্ণনাও তিনি দিয়েছেন। কিভাবে আমাদের সমস্যাগুলো আমাদেরকে পথ দেখাতে পারে, কিভাবে একটি ভুল থেকেও বেচে যাওয়া যায়, তার সবটুকুই তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন।
পয়েন্ট ২- The greatest as a 'source'
যারা মুসলিম ভাই-বোন এই লিখাটি পড়ছেন তারা সবাই জানেন আল-কোরান আমাদের কাছে একটি নির্ভুল বই হিশেবে প্রকাশিত হয়েছে, আল্লাহর তরফ থেকে। যারা এটি পড়ছেন এবং এই তথ্যটি সম্পর্কে জানেন না, তাদেরকে জেনে নেওয়ার অনুরোধ রইলো। যদি "প্যারাডক্সিকাল সাজিদ" পড়ে থাকেন, তাহলে এই ছোট বর্ণনাটি নিশ্চিত আপনাদের কাছে পরিষ্কার। এখন যদি আমি বলি, আরিফ আজাদ আমাদের আল-কোরান থেকেই নিয়ে সব রকম সমস্যার সমাধান নিয়েছেন, তাহলে তো আর কোনো কথায় নেই। তো আপনি যদি চান যে কুরান-সুন্নাহার আলোকে, কোনো ভুল-ভ্রান্তি নেই, এমন কোনো সোর্স আপনার জীবন পালটে দেই, তাহলে বইটি পড়ার অনুরোধ রইলো। 
বইটি পড়ার কৌতুহল আশা করি আপনাদের জাগ্রত হবে কারণ, বইটিতে যে সমস্যাগুলো উঠে এসেছে তা আপনাদের জীবনের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সমস্যার উত্তর জানতে কার না ইচ্ছে হয় বলুন? তো, বেলা ফুরিয়ে যাওয়ার আগে বইটি পড়ার অনুরোধ রইলো। 
.





No comments